ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ছেলেসহ ভারতীয় নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
আখাউড়ায় ছেলেসহ ভারতীয় নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার সময় ছেলেসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এক সপ্তাহ আগে অবৈধভাবে বাংলাদেশে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তারা। সেখান থেকে দেশে ফেরার পথে তারা আটক হন।  

আটক দুজন হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর থানার মানিক ভাণ্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)। এ ব্যাপারে মামলা দিয়ে তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হচ্ছে।

দুপুরে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এক বার্তায় উল্লেখ করেন, ফকিরমোড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে পান্না ও তার ছেলে অভিকে আটক করে। তারা তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়ার সহযোগিতায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এক সপ্তাহ আগে ওপারে রামনগর থানার মানিক দাস নামে এক ব্যক্তির সহায়তায় পান্না ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ জেলায় তার শ্বশুরবাড়িতে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।