ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি লাবু চৌধুরীর নামে হত্যাচেষ্টা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
সাবেক এমপি লাবু চৌধুরীর নামে হত্যাচেষ্টা মামলা

ফরিদপুর: ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টা একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় তাকে ১৫ নম্বর আসামি করা হয়েছে।  

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও আসামি করা হয়েছে।

মামলার বাদী ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।

এসপি মো. আব্দুল জলিল বলেন, এ মামলায় ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১২৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।