ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবারের দুর্গোৎসব অতীতের সব রেকর্ড ভেঙেছে: টিপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এবারের দুর্গোৎসব অতীতের সব রেকর্ড ভেঙেছে: টিপু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, এবার দুর্গা উৎসব যেভাবে পালিত হয়েছে তা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। যারা এই পূজায় নিরাপত্তা দিয়েছেন আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ দিতে চাই।

আমরাও প্রতিটি মণ্ডপে নিরাপত্তা কমিটি দিয়েছি। আমরা পূজার শুরুতেই বলেছিলাম, আপনাদের ওপর কোনো অপশক্তি আঘাত করতে চাইলে আগে বিএনপি নেতাকর্মীদের বুকে আঘাত করতে হবে।

রোববার (১৩ অক্টোবর) শহরের কেন্দ্রীয় ঘাট এলাকায় নারায়ণগঞ্জ শহরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

আবু আল ইউসুফ খান টিপু বলেন, রমজান মাসে রোজা রাখি, ঈদুল আজহা পালন করি। আমরা চাই নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীরা শুধু দুর্গাপূজা নয়, তাদের সব পূজা যেন পালন করতে পারে। আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। আমরা বলেছিলাম, কেউ বিশৃঙ্খলা করলে আমাদের বুকের ওপর দিয়ে তা করতে হবে। আমরা কথা রেখেছি।

তিনি বলেন, হিন্দু ভাইদের ভাবতে হবে কারা হিন্দুদের সম্পত্তি দখল করেছে। কারা তাদের শান্তিতে ব্যবসা করতে দেয়নি। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে পাঁচ আগস্টের পর থেকেই হিন্দু ভাইদের সঙ্গে আছি। আমরা যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকব। আপনাদেরও বলবো, কোনো অপশক্তির কথায় কান দেবেন না।

এ বিএনপি নেতা বলেন, আমরা প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে তাদের পাশে থাকতে চাই। আমরা আপনাদের বিপদে পাশে থাকতে চাই। আপনারাও আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই মিলে কাজ করবো।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।