ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মহাখালী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
মহাখালী ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। নিহত মিলন (৪০) পিকআপ গাড়ির চালক ছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করে পুলিশ।  

সোমবার দিবাগত রাত ১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপরে ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে পথচারীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মিলনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী জহিরুল ইসলাম জানান, গতরাত ১টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর দিয়ে প্রাইভেটকার নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আমার গাড়ির সামনে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি।  

জহিরুল ইসলাম আরো জানান, ওই ব্যক্তি পিকআপ চালক। তার সঙ্গে পিকআপের হেলপারও ছিলেন। মোবাইল ফোনে কথা বলতে বলতে পিকআপ চালিয়ে যাচ্ছিলেন। তখন হাত থেকে মোবাইল ফোন রাস্তায় পড়ে যায়। পিকআপ থামিয়ে মোবাইল আনতে রাস্তায় গেলে যেকোনো একটি যানবাহনের চাপায় গুরুতর আহত হন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মহাখালী থেকে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন মিলনকে।  

ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান ফারুক।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।