ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

অনেক শহীদকে রাতের অন্ধকারে দাফন করে আ. লীগ: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, জানুয়ারি ২৫, ২০২৫
অনেক শহীদকে রাতের অন্ধকারে দাফন করে আ. লীগ: নাহিদ ইসলাম রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে রাতের অন্ধকারে রায়েরবাজার কবরস্থানে দাফন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী।  

শনিবার (২৫ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, এই শহীদদের পরিবার এখনো অপেক্ষায় আছে তাদের স্বজনদের শেষ আশ্রয়স্থলের সন্ধান খুঁজে পেতে।

নাহিদ ইসলাম আরও লেখেন, জুলাইয়ের অজ্ঞাতপরিচয় এ নায়কদের পরিচয় বের করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে সম্ভাব্য সবকিছু করছে অন্তর্বর্তী সরকার।

এদিন রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে যান।

কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।  

শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।  

শহীদদের পরিবার আর্থিক সহায়তা দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।