ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পাঁচ ঘণ্টারও বেশি সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার দেবিদ্বার উপ‌জেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা হয়।  

ঘটনার পর যান চলাচল বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কজুড়ে। ফলে দুর্ভোগে পড়ে এ সড়ক ব্যবহারকারীরা। পরে দুপুর ২টার দিকে এ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় চলন্ত একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে সেটি মুখ থুবড়ে পড়ে। এসময় একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটির পেছনের অংশ ও কাভার্ডভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়। একই সময় কাভার্ডভ্যানটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও  কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে প‌ড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়।  

মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, রেকার দি‌য়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরানো হয়েছে। কাভার্ডভ্যানটি অ‌নেক বড় হওয়ায় একটু সময় বেশি লেগেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।