ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদাবরে ১৭ লাখ টাকা লুটের মামলায় বিদেশি পিস্তলসহ দাউদ খান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
আদাবরে ১৭ লাখ টাকা লুটের মামলায় বিদেশি পিস্তলসহ দাউদ খান গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর আদাবর থানা এলাকার একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে আদাবর এলাকায় অভিযান চালিয়ে দাউদ খানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও পাঁচ হাজার টাকা।  

মামলার এজাহারের সূত্র ধরে তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটির ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলার  অফিসে ঢুকে অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে ১৭ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় দাউদ খানের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় দাউদ খানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্য বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।