ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
ভাঙ্গায় মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০ 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করেছে।  

এলাকাবাসী জানায়, সরইবাড়ী গ্রামের ফিরোজ খাঁ ও বতু হাওলাদার গ্রুপের সঙ্গে হাবি তালুকদার গ্রুপের দীর্ঘদিন ধরে নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনা নিয়ে রোববার সকালে হাবি তালুকদার গ্রুপের হাসমত ও আবু জাফর তালুকদারের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় খাঁ গ্রুপের লোকজন। এই মাছ ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়।  

এই সূত্র ধরে সোমবার সকালে হাসমতকে একা পেয়ে মারধর করে। এ ঘটনা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ২০ জন আহত হন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেসুর রহমান জানান, সোমবার সরইবাড়ী গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।