ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুরে পোশাক কারখানায় অগ্নিসংযোগ, শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
কাশিমপুরে পোশাক কারখানায় অগ্নিসংযোগ, শ্রমিকদের বিক্ষোভ পোশাক কারখানায় আগুন দিয়েছেন শ্রমিকরা। 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা।  

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপ ও ডরিন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা জিরানী বাজার এলাকায় অ্যামাজান নিটওয়্যার নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের কারখানা বন্ধ করে আন্দোলন করতে বেরিয়ে আসতে বলেন। এ সময় অ্যামাজান নিটওয়্যার কারখানার শ্রমিকরা তাদের কথা না শুনে উল্টো তাদের ধাওয়া দেয়। পরে বেক্সিমকো ও ডরিন পোশাক কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে অ্যামাজান নিটওয়্যার কারখানায় অগ্নিসংযোগ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে যেতে বাধা দেয়। পরে সেনাবাহিনী সদস্যরা এসে ফায়ার সার্ভিসকের কর্মীদের ঘটনাস্থলে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাশিমপুর সারাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, উত্তেজিত শ্রমিকরা একটি ছোট কারখানায় অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে নিরাপত্তা দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ডরিন ও বেক্সিমকো গ্রুপের কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা অ্যামাজান নিটওয়্যার কারখানায় অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।