ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লাশ বহন করছিল অ্যাম্বুলেন্স, উল্টে গিয়ে হলো আরেক মৃত্যু

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
লাশ বহন করছিল অ্যাম্বুলেন্স, উল্টে গিয়ে হলো আরেক মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল থেকে এক নারীর লাশ নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। পথে ধামরাইয়ে সেটির চাকা ফেটে যায়।

বাহনটি উল্টে গিয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতের নাম ফরিদুল ইসলাম (৩৪)। তিনি পাবনা সদরের রাজাপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই সুতিপাড়ার বালিথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যায় ধামরাই ফায়ার সার্ভিস। সেখান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

সুলতানা নামে এক গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সের চালক। অ্যাম্বুলেন্সটি ধামরাই সূতিপাড়ার বালিথা এলাকায় পৌঁছলে চাকা ফেটে উল্টে যায়। বাহনটি সড়কের পাশে থাকা গাছের সঙে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেলে ফরিদুল ইসলাম নিহত হন। তার মরদেহ ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেডিকেল থেকে আনা মরদেহটি পরিবারের লোকজন নিয়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফরিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।