ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণায় বিক্ষোভ

ঢাকা: রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে আগারগাঁও থেকে মিরপুরের কাজীপাড়া পর্যন্ত বিক্ষোভ করেছেন চালকরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ব্যাটারিচালিত রিকশা নিয়ে চালকরা তাদের বিক্ষোভ শুরু করেন।

ব্যাটারিচালিত রিকশাচালক মো. রাজু বলেন, মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পর টেলিভিশনের খবরে দেখতে পাই আমাদের বাহন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমাদের রিকশা বন্ধ করেন আপত্তি নাই। তবে আমাদের সময় দিতে হবে। আমাদের রিকশার কিস্তি আছে। সেটি পূরণের জন্য আমাদের সময় দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এ তিনদিন আন্দোলন করতেই চলে যাবে। তাই মালিকপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এই তিনদিন কোনো টাকা রাখবেন না।

আন্দোলন কর্মসূচির ব্যাপারে ব্যাটারিচালিত রিকশাচালকরা বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে থেকে মিছিল নিয়ে তারা মিরপুর ১০ নম্বর গোল চক্করে যাবেন। পরবর্তীতে সেখানে কর্মসূচি পালন করবেন তারা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন। এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

প্যাডেলচালিত রিকশা সংগঠন মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী এ বিষয়ে রিট পিটিশনটি দায়ের করেছিলেন। রাজধানীতে বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।