ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সংশোধিত আইন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
সংশোধিত আইন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ার অনুমোদন

ঢাকা: “দ্য বাংলাদেশ ল’ অফিসার (অ্যামেন্টমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪” এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করা আবশ্যক।

এ উদ্দেশ্য পূরণকল্পে The Bangladesh Law Officers Order, 1972 এর অধিক সংশোধন সমীচীন ও আবশ্যক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর অনুচ্ছেদ ৪৮(৩)-এর অধীন সংসদ ভেঙ্গে যাওয়া অবস্থায় রয়েছে এবং অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে।

বর্ণিত প্রেক্ষাপটে ‘The Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024’ শীর্ষক অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে, যা আজ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়।

উপদেষ্টা পরিষদ-বৈঠকে ‘The Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।