ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

১০ ডিসেম্বর থেকে প্রবাসী-শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু হবে: আইন উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
১০ ডিসেম্বর থেকে প্রবাসী-শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু হবে: আইন উপদেষ্টা

ঢাকা: মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী ও শ্রমিকদের পাসপোর্ট ডিসেম্বরের ১০ তারিখ থেকে পৌঁছানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, বিষয়টি আমরা অবগত। আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে। আশা করছি ডিসেম্বর ১০ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে।

পাসপোর্ট নিয়ে প্রবাসীরা ঝামেলায় পড়েছে প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, শুধু মালয়েশিয়া না মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে। অনেকে আমাকে অনেক ম্যাসেজ লেখেন, উনারা ভাবেন আমি হয়তো পড়ি না। আমি কিন্তু সবই পড়ি। দুই ধরণের পাসপোর্ট আছে একটা ই-পাসপোর্ট আরেকটি এমআরপি। ই-পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরণের সংকট নেই। তবে আমাদের প্রবাসী-শ্রমিক ভাইয়েরা ই=পাসপোর্ট করতে চান না। তারা এমআরপি পাসপোর্ট করতে চান। সেই সমস্যা আমরা জানি।  

তিনি আরও বলেন, এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড। জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই-পাসপোর্টে চলে যাব। প্রবাসী ভাইদের ডিমান্ড হচ্ছে এমআরপি। আমি এই বিষয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের অনেক কমপ্লেইন আছে। এই বিষয়ে আমরা কিন্তু অবগত।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব-ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।