ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কানাডা গমনেচ্ছু যুবকের সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
কানাডা গমনেচ্ছু যুবকের সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই

সিলেট: সিলেটে হুমায়ূন আহমদ নামে কানাডা গমনেচ্ছু এক যুবকের সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন সিলেট-সুলতানপুর সড়কের সিলাম বটেরতল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হুমায়ূন বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুকুট মিয়ার ছেলে।

তিনি জানান, সকালে বালাগঞ্জ উপজেলায় দেওয়ান বাজারের গ্রামের বাড়ি থেকে নগদ সাড়ে ৮ লাখ টাকা নিয়ে তিনি রওয়ানা দেন। কানাডা যাওয়ার জন্য টাকাগুলো জমা দিতে আসেন সিলেট নগরের আম্বরখানার একটি এজেন্সিতে।

ঘটনাস্থল বটেরতল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই যুবক অস্ত্রের মুখে তার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা ছিনিয়ে নেন।  

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় হুমায়ূন আহমদ (৩৫) নামে এক যুবক থানায় অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।