ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াদে জাঁকালো আয়োজনে পর্দা উঠলো ‘বাংলাদেশ উৎসব’র

তৌহিদুর রহমান, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
রিয়াদে জাঁকালো আয়োজনে পর্দা উঠলো  ‘বাংলাদেশ উৎসব’র ছবি: ডি এইচ বাদল

রিয়াদ থেকে: সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য বুধবার (২০ নভেম্বর)  শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’। উদ্বোধনী দিনে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ উৎসব চলে।

 বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশিরা এ উৎসবে অংশ নেন।

রিয়াদের আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশ উৎসবের প্রথম দিনে বেশ কয়েকজন শিল্পী নাচ-গান পরিবেশন করেছেন। উৎসবের প্রথম দিনে  ডিজে শো পরিবেশন করেন সোনিকা। এতে গান পরিবেশন করে শিল্পী বিউটি খান ও  বাউল প্রবাস শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠান পরিচালনা করেন রুহানী সালসাবিল ও রাব্বী।

বাংলাদেশ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পার্কে মেলারও আয়োজন করা হয়েছে। মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব স্টলে  বিপুল সংখ্যক বাংলাদেশি ভিড়  দেখা গেছে।

সৌদি আরবের ভিশন- ২০৩০  লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় জীবনের গুণমান" কর্মসূচির অংশ হিসেবে 'গ্লোবাল হারমনি' ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের  অংশ  হিসাবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সঙ্গে  যৌথভাবে রিয়াদ সিজন ইভেন্টের আয়োজন করেছে। এ ইভেন্ট  গত ১৩  আগস্ট থেকে শুরু হয়েছে। এ ইভেন্টগুলোতে সাংস্কৃতিক, শৈল্পিক, এবং লোকজ কার্যক্রম এবং বিভিন্ন শো দেখানো হবে, যেখানে বাসিন্দাদের  দেশগুলোর   মিডিয়া আউটলেটগুলোও উপস্থিত থাকবে।

রিয়াদ সিজনে ১৩টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ,  ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন, সুদান, সিরিয়া প্রভৃতি দেশ এবার  রিয়াদ সিজনে অংশ নিচ্ছে।  ৪৫ দিন ধরে চলা এ উৎসবে বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৫২   ঘন্টা,  নভেম্বর ২০, ২০২৪
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।