ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

নাটোরে সাড়ে ৯ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
নাটোরে সাড়ে ৯ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৫

নাটোর: নাটোরে মহাসড়কে চলাচলকারী রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা জাল টাকা নিয়ে রংপুরে আলু চাষিদের মূল্য পরিশোধ ও আলু কিনতে যাচ্ছিলেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় নাটোর সদর থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান প্রমুখ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুদাল মাদরাসা এলাকার আবুযাল হোসেনের ছেলে আরিফ হাওলাদার (৪১), বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মৃত ফহম শেখের ছেলে আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদরের বতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান ( ৪৩), ঝালকাঠির রাজাপুর থানাধীন কেওতা গ্রামের হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৪১) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে ফেরদৌস হাওলাদার (৩০)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আজ বেলা ২টার দিকে রাজশাহী থেকে রংপুরগামী মোহাম্মদ পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৮০৮০) নামে যাত্রীবাহী বাসটি নাটোরের একডালা এলাকায় তল্লাশি করা হয়। এ সময় পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকার নয়টি বান্ডেলে ৯ লাখ ২৪ হাজার টাকা এবং দুইশ টাকার একটি বান্ডেলে ১৯ হাজার টাকা পাওয়া যায়। জব্দকৃত সব টাকাই জাল। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, রংপুরে আলু চাষিদের মূল্য পরিশোধ ও আলু কেনার উদ্দেশ্যে এসব জাল টাকা বহন করে নিয়ে যাচ্ছিলেন।  

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ প্রবণতা রোধ, চুরি-ছিনতাই, প্রতারণারোধে পুলিশ সক্রিয় রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।