ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বির মরদেহ ১১৮ দিন পর উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বির মরদেহ ১১৮ দিন পর উত্তোলন

মাগুরা: মাগুরায় ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য ১১৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সকালে বরুনাতৈল গ্রামে কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি পৌরসভার বরুনাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর ব্রিজের ওপর অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা।

এর কিছু দূরে মহাসড়কের নবগঙ্গা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। দিনব্যাপী চলে এ সংঘর্ষ। দুপুরে প্রতিপক্ষের গুলিতে আহত হন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই রাতে মেহেদী হাসান রাব্বিকে দাফন করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই ইউনুস আলী গত ১৩ই আগস্ট রাতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।