ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভুটির খালের বাঁধ অপসারণ করে দেড় কিলোমিটার দখলমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
ভুটির খালের বাঁধ অপসারণ করে দেড় কিলোমিটার দখলমুক্ত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়াবাড়ি বিলের দেড় কিলোমিটার দীর্ঘ ভুটির খাল দুই বছর আগে দখলে নেন প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী আহাদ আলী। তিনি ওই খালের তারাইল ও বাঘিয়ারকুল গ্রামের মাথায় অবৈধভাবে বাঁধ দেন।

তারপর সেখানে মাছ চাষ শুরু করেন।  

এতে সড়াবাড়ি বিল ও ভুটির খালের মুক্ত জলাশয়ে শতাধিক মৎসজীবীর মাছ ধরা বন্ধ হয়ে যায়। জীবিকা হারায় শতাধিক জে‌লে পরিবার। এছাড়া উৎপাদিত কৃষিপণ্য, বিলের ঘাস এবং শাপলা নৌকায় করে খাল দিয়ে পরিবহন করতে পারত না বিলবাসী।  

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিলবাসী সাত দিন আগে মৌখিক অভিযোগ করেন। অবশেষে আজ সোমবার খালের দুই মাথার অবৈধ বাঁধ অপসারণ করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। সেইসঙ্গে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার অপরাধে মৎস্য ব্যবসায়ী আহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন ওই বিল থেকে জীবিকা নির্বাহ করা শতাধিক বিলজীবী।

সড়াবাড়ি গ্রামের কৃষক ভিপি বিশ্বাস বলেন, দুই বছর আগে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের প্রভাবশালী মৎস্য ব্যবসায়ী আহাদ আলী খালে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেন। তিনি খালে নৌকা চলাচল বন্ধ করে দেন। সেখানে কেউ মাছ ধরা, শাপলা ও ঘাস কাটতে যেতে পারতো না। কেউ গেলেই হুমকি ধমকি দেওয়া হতো। এতে আমাদের জীবন-জীবিকা বন্ধ হয়ে গিয়েছিল। ১০ কিলোমিটার ঘুরে পণ্য পরিবহন করতে হত। এতে দুর্ভোগের শেষ ছিল না। আজ বাঁধ অপসারণ করা হয়েছে। এখন আমরা এখান থেকে মাছ ধরে, শাপলা তুলে ও ঘাস কেটে জীবিকা নির্বাহ করতে পারব। সহজেই সব পণ্য পরিবহন করতে পারব। এজন্য ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।  

তারাইল গ্রামের বাসিন্দা জিয়া শেখ, মৎস্য ব্যবসায়ী আহাদ আলী এই এলাকার অনেকের জমি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। পরে তিনি প্রভাব খাটিয়ে দেড় কিলোমিটার দীর্ঘ ভুটির খাল দখল করে বাঁধ দেন। সেখানে মাছ চাষ শুরু করেন। খাল দখল করে স্থানীয়দের ওপর অত্যাচার নির্যাতন করতে থাকেন। অতিষ্ঠ হয়ে স্থানীয়রা জীবন-জীবিকার তাগিদে বাধ্য হয়ে আহাদ আলীর বিরুদ্ধে ইউএনওর কাছে মৌখিক অভিযোগ করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে পাটগাতী ইউনিয়নের সড়াবাড়ি বিলের ভুটির খালের দেড় কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। এছাড়া সরকারি খালে বাঁধ দেওয়ার অপরাধে মৎস্য ব্যবসায়ী আহাদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন কাজ অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।  
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত আহাদ আলীর মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি, এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।