ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সাংগঠনিক কার্যক্রমকে সম্প্রাসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, মনিরা শারমিন, সারোয়ার তুষার, মানজুর-আল-মতিন, ডা. তাসনিম জারা, ড. আতিক মুজাহিদ ও আশরাফ উদ্দিন মাহদি।

সদস্য সচিব পদে রয়েছেন আখতার হোসেন। এছাড়া যুগ্ম সদস্য সচিব পদে আব্দুল্লাহ আল-আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, রাফে সালমান রিফাত, অনিক রায়, নাহিদা সারওয়ার চৌধুরী, অলিক মৃ, মাহবুব আলম ও ডা. মাহমুদা মিতু রয়েছেন।  

মুখপাত্র হিসেবে সামান্তা শারমিন, সহ-মুখপাত্র হিসেবে সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ, তাহসীন রিয়াজ ও মোহাম্মদ মিরাজ মিয়া রয়েছেন।

মুখ্য সংগঠক হিসেবে পদ পেয়েছেন সারজিস আলম। যুগ্ম-মুখ্য সংগঠক হিসেবে মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন সিএফ, এস এম শাহরিয়ার ও মোহাম্মদ আতাউল্লাহ পদ পেয়েছেন। এছাড়া সংগঠক হিসেবে মশিউর রহমান, ফয়সাল মাহমুদ শান্ত, হাসান আলী, সাগুফতা বুশরা মিশমা, মেসবাহ কামাল মুন্না, প্রীতম দাশ, মাজহারুল ইসলাম ফকির, তানজিল মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, নাঈম আহমাদ, আবু সাঈদ লিওন, সাকিব মাহদী, জোবায়রুল হাসান আরিফ ও আলী নাছের খান রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।