ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ সাগরের বাবার ওপর আগৈলঝাড়ায় হামলা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
শহীদ সাগরের বাবার ওপর আগৈলঝাড়ায় হামলা

বরিশাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বরিশালের আগৈলঝাড়ার সাগর হাওলাদারের বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবারের (১০ ডিসেম্বর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বরিশালের আগৈলঝাড়ার বাগধা গ্রামের সাগর হাওলাদার। তার বাবা বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈহরী প্রহরী নুরুল হক হাওলাদার মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে হামলার শিকার হন।

আহত নুরুল হক হাওলাদার বলেন, বখাটে জহিরুল মিয়া কিছুদিন আগে থেকে আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে আমার ওপর পরিকল্পিতভাবে হামলা করে।

জহিরুলের বাবা মাওলানা জাকারিয়া মিয়া বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৩ জুলাই সন্ধ্যার পর দোকান থেকে বাসার উদ্দেশে রওনা হলে সংঘর্ষের মাঝে পরে দুই পায়ে গুলিবিদ্ধ হয় সাগর। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই রাতে মৃত্যু হয় তার। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে মৃত্যুর ৬ মাস আগে কাউকে না জানিয়ে ঢাকায় যান সাগর।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।