ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লাউয়াছড়ায় পাঁচ বগি রেখেই চলে গেল আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
লাউয়াছড়ায় পাঁচ বগি রেখেই চলে গেল আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনাকবলিত পাহাড়িকা ট্রেন।

মৌলভীবাজার: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনের ক্লিপ ভেঙে পাঁচ বগি রেখেই প্রায় ২শ গজ দূরে চলে গিয়েছিল ইঞ্জিন।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসে (৭২০) এ ঘটনা ঘটে।  

রেলওয়ে সূত্র জানায়, বিচ্ছিন্ন হওয়া বগিগুলো রেখেই ইঞ্জিন প্রায় ২শ গজ দূরে চলে যায়। দুর্ঘটনার পরপরই ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেনের গার্ড ও চালকের তৎপরতায় দ্রুত ক্লিপ পুনঃস্থাপন করে ট্রেনটি স্বাভাবিক গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি প্রায় ৩০ মিনিট আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করে ট্রেনটি পুনরায় চলাচল শুরু করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।