ফেনী: ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনী।
তাদের মধ্যে ছিলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, মো. কাশেম বাচ্চু, জাকের হোসেন ও মো. সাইফ উদ্দিন।
বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর আমিনবাজার এলাকায় বিজয় দিবস উপলক্ষে হৈ-হুল্লোড় করে মোটরসাইকেল নিয়ে শোডাউন দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে আমিনবাজার সেনাবাহিনীর ক্যাম্প অতিক্রম করার সময় সেনাবাহিনীর কাজে বাধা হয়ে দাঁড়ায় মিছিলটি। এ সময় সিগন্যাল না মানায় ৭ জনকে আটক করে সেনাবাহিনী।
বিমানবন্দর সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন সাকিব বলেন, তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তথ্য নিতে পারেন। এ বিষয়ে অন্য কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সকালে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এমএম