শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক মিঞা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাদ জোহর নলমুড়ি নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজুল হক মিঞা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী বলেন, গত চার-পাঁচদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভুগছিলেন মাহফুজুল হক মিঞা। পরে অবস্থার অবনতি হলে ঢাকার বারডেম হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
জানা গেছে, মাহফুজুল হক মিঞা গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং টানা তিনবার নলমুড়ি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর জেলা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এসআরএস