ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

জামিনে বেরিয়ে অপরাধে জড়ানো সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
জামিনে বেরিয়ে অপরাধে জড়ানো সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দীদের স্বজনদের সুবিধার্থে একটি হটলাইন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: যেসব শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়াচ্ছে তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা সেখানে বন্দীদের স্বজনদের সুবিধার্থে একটি হটলাইন উদ্বোধন করেন। তিনি কারাগারের ভেতরে গিয়ে বন্দীদের থাকার জায়গা, মননচর্চা কেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, লাইব্রেরি, ফাঁসির মঞ্চ ও রান্নাঘর পরিদর্শন করেন এবং বন্দিদের সার্বিক খোঁজখবর নেন। কারাভ‍্যন্তরে তিনি একটি ঔষধি গাছের চারা রোপণও করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের উদ্যম আগের মত ফিরিয়ে আনার জন্য কাজ চলছে।  

চাঁদাবাজি-ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, চাঁদাবাজি-ছিনতাই যারা করছে সেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং পরে তারা জামিনে বেরিয়ে যাচ্ছে।  

আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি চুরি-ছিনতাই নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।  

আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম জানান, শীর্ষ সন্ত্রাসী যারা জামিন নিয়ে বেরিয়ে আবারও অপরাধ শুরু করেছে তাদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামাল, কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।