ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

জনমানবশূন্য সৈয়দপুর রেলওয়ে স্টেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:৫৫ পিএম, জানুয়ারি ২৮, ২০২৫
জনমানবশূন্য সৈয়দপুর রেলওয়ে স্টেশন সৈয়দপুর রেলওয়ে স্টেশন

নীলফামারী: উত্তরের নীলফামারীর চিলাহাটি ও সৈয়দপুর স্টেশন ছেড়ে যায়নি কোনো ট্রেন। আসেনি কোনো ট্রেনও।

ফলে জেলার প্রতিটি স্টেশন ছিল জনমানবশূন্য। স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা ঘর তালাবদ্ধ করে বাইরে অবস্থান করেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের এ চিত্র দেখা গেছে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারির ডাকে সারা দেশে রেল ধর্মঘটের ডাক দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য। ধর্মঘট চলাকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ছিল জনমানবশূন্য। মাঝে-মধ্যে দু-একজন এসেছেন স্টেশনে। তারপর অবস্থা বুঝে ফেরত গেছেন।

রেলওয়ে স্টেশনে আসা যাত্রী সরাফত আলী বলেন, মঙ্গলবার সকালে চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেসে ঢাকা যাওয়ার কথা ছিল। ট্রেন ধর্মঘটের কারণে যেতে পারেনি। রেলওয়ের রানিং স্টাফদের দাবি পূরণ ও রেল চলাচল শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছি। এতে যাত্রীদের ভোগান্তি দূর হবে।  

সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন বলেন, চিলাহাটি থেকে প্রতিদিন ১২টি ট্রেন যাতায়াত করে থাকে।  
মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন চলাচল করেনি। যাত্রীরা স্টেশনে এসে ঘুরে যাচ্ছেন। এদিকে আমাদের অলস সময় কাটাতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলাদেশ সময়: ৬:৫৫ পিএম, জানুয়ারি ২৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।