ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে আ. লীগ নেতা রিয়াদ গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
শায়েস্তাগঞ্জে আ. লীগ নেতা রিয়াদ গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদকে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টায় সেনাবাহিনী তাকে পুলিশে সোপর্দ করে বলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে জানিয়েছেন।

রিয়াদ দৈনিক যুগান্তর ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি। তিনি শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলা মামলায় জামিনে ছিলেন।

ওসি দিলীপ বলেন, রাতে সেনাবাহিনী শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় রিয়াদের বাসা থেকে তাকে আটক করেছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।