ঢাকা, শনিবার, ১ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) তৎপরতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন, রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।  

বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার বেতনা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার ৩৬৬/১-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে।  

ওই সময় আরও তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেও তারা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে বিজিবি ও বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক দুই বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।  

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজির আহম্মেদ বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে।  

ফেরত পাওয়া দুই বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।