ঢাকা: বিশ্ব ভালোবাসা দিবসে মানবতার সেবায় এক অনন্য কর্মসূচি সম্পন্ন করল চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’।
দিবসটি অর্থবহ করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি তারা বিশেষভাবে উদযাপন করেছে।
চ্যারিটি সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকার ২ হাজার সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ‘ভালোবাসা বক্স’ উপহার হিসেবে দুপুরে উন্নতমানের খাবার বিতরণ করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির রাজু ভাষ্কর্যের সামনে থেকে ‘ভালোবাসা বক্স’ বিতরণ শুরু করে চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি ইউএস’।
এসময় গল্পকন্যা রেহনুমা আফরীন মালিহার গল্পের বই ‘দুষ্টু মিষ্টি মালিহার গল্প’ বইটি ছিন্নমূল শিশুদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভ শেয়ার বিডি ইউএস’র সংগঠক মৃধা ফয়সাল আহমেদ টিপু, মোহাম্মদ কামরুল আলম, মো. নাজমুল হোসেন, আবৃত্তিকার এ এইচ রাজু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে গরিব ও অসহায় মানুষকে ভালোবাসা দেখানোই আসল ভালোবাসা। এজন্য এদিন আমরা তাদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি, শিশুদের মাঝে শিশুতোষ বই বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, ইউএস ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘লাভ শেয়ার বিডি-ইউএস’ দীর্ঘ ২০ বছর ধরে আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছে। যে কোনো দুর্যোগে ফান্ড রাইজিংয়ের অংশ হিসেবে ইতোমধ্যে তুরষ্ক, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে সহযোগিতা করেছে। বাংলাদেশে গত বন্যায় কয়েকটি জেলায় ত্রাণসামগ্রী দেওয়াসহ বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন প্রত্যেককে আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া ওই আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআরএস