ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

টিকে গেল যুদ্ধবিরতি চুক্তি, মুক্তি পাচ্ছে আরও তিন ইসরায়েলি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
টিকে গেল যুদ্ধবিরতি চুক্তি, মুক্তি পাচ্ছে আরও তিন ইসরায়েলি 

হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) আরও তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। তদের নামও জানিয়েছে গ্রুপ দুটি।

ওই তিন নাম যথাক্রমে আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ায়ির হর্ন। এই নাম গুলো ইসরায়েলি কর্তৃপক্ষকেও পাঠানো হয়েছে।

এই তিন জনের বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।   

হামাস আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত প্যালেস্টাইনি প্রিজনার্স মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মুক্তি পেতে যাওয়া দলে ৩৬ জন কয়েদি থাকবেন যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং ৩৩৩ জন বন্দি থাকবেন যাদের গাজা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও মিশর ও কাতারের মত মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হয়েছে বলে জানায়।  

তারও আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলি জিম্মি মুক্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে হামাস।

উত্তর গাজায় বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন বিলম্ব করা, একই সঙ্গে উপতক্যার বিভিন্ন এলাকায় বোমা ফেলা ও গুলি ছোড়া এবং মানবিক সহায়তা পরিবহনে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছিল হামাস।

সে সময় হামাস বলেছিল, ইসরায়েল যতদিন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির শর্ত ঠিকভাবে না মানবে, যে জিম্মি মুক্তির কথা ছিল, সে কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস তাদের হালনাগাদ খবরে জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তারা আরও জানানিয়েছে  ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে এখন মৃত বলে ধরা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।