ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় নদীরক্ষা বাঁধের মাটি বিক্রি! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নওগাঁয় নদীরক্ষা বাঁধের মাটি বিক্রি! 

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধের মাটি বিক্রির দায়ে আসলাম নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।

ইউএনও ইবনুল আবেদীন জানান, সদর উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামে তুলসীগঙ্গা নদীরক্ষা বাঁধের মাটি বিক্রি করছিলেন প্রভাবশালী কয়েকজন। খবর পেয়ে রোববার সন্ধ্যায় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার যন্ত্রপাতি রেখে পালিয়ে যান লোকজন। এসময় মাটি বিক্রি চক্রের মূলহোতা চন্ডিপুর গ্রামের আসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সঙ্গে জব্দ করা হয় মাটি কাটার মেশিন (এক্সকাভেটর) ও ছয়টি ট্রাক্টর। পরে আটক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করে সে টাকা আদায় করা হয়।  

আসলাম আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকলেও দলে তার কোনো পদ পদবি নেই।  

এসময় সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি ) খাঁন সালমান হাবিব, চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের 
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হাবিবুজ জামানসহ উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

এ বিষয়ে চন্ডিপুর গ্রামের ভুক্তভোগী কৃষক শামসুর রহমান জানান, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা এ মাটি বিক্রির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই এ চক্রটি এলাকার ফসলি জমি ও নদীর বাঁধ কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। বার বার নিষেধ করেও কোনো লাভ হয়নি। আর তাই প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।