ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

গণহত্যায় জড়িত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
গণহত্যায় জড়িত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না: আসিফ মাহমুদ

ঢাকা: আওয়ামী লীগ বা অন্য কেউ গণহত্যার সঙ্গে জড়িত থাকলে কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  

তবে আওয়ামী লীগের যারা কোনো প্রকার অন্যায়, হত্যা বা অপরাধের সাথে জড়িত ছিলেন না, তারা জাতির কাছে ক্ষমা চেয়ে যদি নির্বাচন করেন, তাতে কোনো বাধা নেই বলে জানান তিনি।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত ষষ্ঠ কার্য-অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করলে বা জাতীয় নির্বাচনে অংশ নিলে আপনাদের অবস্থান কেমন থাকবে- জানতে চাইলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সারা বিশ্বে ফ্যাসিস্টদের যে নজির, আওয়ামী লীগেরও তেমন হওয়া উচিত। আমরা ইউরোপের দেশগুলোকে গণতন্ত্রের মডেল হিসেবে ধরি। জার্মানি ও ইতালিতে ফ্যাসিস্টদের কী হয়েছিল, আমাদের সামনে সেই নজির রয়েছে।

তিনি বলেন, যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেড হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি, দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া জরুরি। কোন প্রক্রিয়ায় কী শাস্তি হতে পারে সে বিষয়েও সবার মতামত নেওয়া সরকার প্রয়োজন মনে করেন, আশা করি তারপর একটা সিদ্ধান্ত সরকার নিতে পারবে।

বিক্ষিপ্তভাবে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়, তাহলে সরকারের অবস্থানটা কী হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত, বিগত ১৫ বছরে ফ্যাসিবাদ সরকারের সঙ্গে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশ এখন পলাতক।  

তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা রয়েছে। এই বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম এরইমধ্যে বলেছেন, যারা আওয়ামী লীগ করতো, কিন্তু কোনো প্রকার অন্যায়, হত্যা বা অপরাধের সাথে জড়িত ছিল না, তারা জাতির কাছে ক্ষমা চেয়ে আবার মূলধারায় ফিরে আসতে পারবে। সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতে কোনো বাধা নেই। কেউ যদি গণহত্যার সঙ্গে জড়িত থাকলে তারা কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিতে পারবে না।

জাতীয় নির্বাচন আয়োজন হচ্ছে, এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে সজীব ভূঁইয়া বলেন, এখানে ফিজিবিলিটির বিষয় রয়েছে যে আমরা কতটুকু আয়োজন করতে পারব। একটা নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, যেমন নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় আছে। এর চেয়ে বড় বিষয় হলো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া, স্থানীয় সরকার নির্বাচন হবে কি না। সিদ্ধান্ত চূড়ান্ত হলে বাকি বিষয়গুলো আমরা করতে পারব।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।