ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, মার্চ ২২, ২০২৫
রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকেই

কক্সবাজার: টেকনাফের উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে ডুবে গেছে।  

শনিবার (২২ মার্চ) ভোরে নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদীর মোহনা হয়ে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলের দিকে অনুপ্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বিজিবি স্থানীয় জেলেদের সহায়তায় ২৫ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে সাগরে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

নৌকার মালিক মোহাম্মদ আমিন বলেন, মাঝরাতে সাগরে রোহিঙ্গা বহনকারী নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যান। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে সাগরে ঢেউয়ের স্রোতে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহি নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া নৌ-ঘাট দিয়ে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে সৈকতের পাশে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় নৌকাটি এবং ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন।  

তিনি আরও বলেন, উদ্ধার কার্যক্রম চলাকালে একজন বিজিবি সদস্য সাগরে নিখোঁজ হন। তাকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।