ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গাড়ির চাপ থাকলেও স্বস্তির যাত্রা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে

ইমতিয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
গাড়ির চাপ থাকলেও স্বস্তির যাত্রা পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে

মাদারীপুর: দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী।

 

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের (এন-৮ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) দক্ষিণাঞ্চলগামী লেন রয়েছে পরিবহনের দখলে। বিরামহীনভাবে দূরপাল্লার পরিবহন, ব্যক্তিগত গাড়ি ছুটে চলছে গন্তব্যে। এছাড়া ঢাকা থেকে শিবচর, শরিয়তপুর, ভাঙ্গাসহ আশেপাশের বিভিন্ন এলাকার যাত্রীদের ভিড় দেখা গেছে মহাসড়কের একাধিক স্টপেজে। ঢাকা থেকে ফিরতে মহাসড়কে যানজটের কোনো ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়ার বিড়ম্বনা রয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

শুক্রবার এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা গেছে, যাত্রী বোঝাই করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছুটছে গাড়ি। অন্যদিকে ঢাকাগামী পরিবহন প্রায় যাত্রী শূন্য। তবে উভয় লেনেই রয়েছে গাড়ির বাড়তি চাপ।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। শুক্রবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ঘরে ফেরার দৃশ্য দেখা যাচ্ছে মহাসড়কে। পরিবহনের পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাস এবং প্রচুর সংখ্যক মোটরসাইকেল রয়েছে। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের জাজিরা টোলপ্লাজা থেকে মালিগ্রাম মহাসড়কের টোলপ্লাজ পর্যন্ত একাধিক স্টপেজ রয়েছে। যেখানে যাত্রীরা নামছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে হাইওয়ে পুলিশ। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

ঢাকা থেকে আসা শিবচরের যাত্রী মো. জহির বলেন, পথে ভোগান্তি না হলেও ঢাকা থেকে শিবচরের বাসভাড়া দ্বিগুণ হয়ে গেছে। বাড়তি ভাড়া দিয়েই এসেছি।

আরেক যাত্রী কহিনুর আক্তার বলেন, ঢাকা থেকে বেশ ভালোভাবেই আসতে পেরেছি। লোকাল বাসে পথে পথে একটু দেরি হয়। ভাড়াও বেশি।

এদিকে মহাসড়কের পাঁচ্চর থেকে বিভিন্ন স্থানে থ্রি-হুইলারে যাত্রী ভাড়াও বাড়তি বলে জানা গেছে। তবে ঈদ মৌসুমে যাত্রীদের চাপ বাড়ায় খুশি ব্যাটারিচালিত ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

ইজিবাইক চালক মো. ইদ্রিস বলেন, ঈদের সময় যাত্রীদের চাপ বেশি থাকে। আয় রোজগার বাড়ে। ভাড়া বাড়েনি, তবে ঢাকা থেকে আসা যাত্রীরা খুশি হয়েই বিশ/ত্রিশ টাকা বেশি দেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে আমাদের টিম সার্বক্ষণিক মহাসড়কে থাকছে। ঈদে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমাদের একাধিক টহল টিম থাকছে মহাসড়কে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।