ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আসিকের মৃত্যুতে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গোসলে গিয়ে পানিতে ডুবে যাওয়ার পর সহপাঠীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে।

প্রথমে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেওয়ার পর দীর্ঘ ৪০ মিনিট চিকিৎসা না হওয়ায় আসিকের মৃত্যু হয়। সন্ধ্যার আগে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল এলাকায় মোতায়েন করা হয় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাস্থলে উপস্থিত হন পবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভিসি ড. হেমায়েত জাহান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

ঘটনার পরপরই জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখা হয়েছে।

এদিকে, শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।