ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পানি সংকটে ব্যাহত আশুলিয়ার আগুন নিয়ন্ত্রণ

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, অক্টোবর ৬, ২০২৫
পানি সংকটে ব্যাহত আশুলিয়ার আগুন নিয়ন্ত্রণ

সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস ইউনিটগুলো। পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে।

 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।  

সোমবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় আগুন লাগে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২০ মিনিটে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামে কারখানার আগুন লাগার তথ্য পেয়ে ১২টা ৪০ মিনিটের মধ্যে পৌঁছায় ইউনিট কর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণের সময় আরও ৮ ইউনিট যোগ দেয়। আগুনের তীব্রতা কমলেও নিয়ন্ত্রণে আসেনি। পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। পার্শ্ববর্তী একটি পোশাক কারখানা ও একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।  

জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।  

ফায়ার সার্ভিস জোন-৪’র উপ-পরিচালক আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড, জিরাবো ফায়ার সার্ভিসসহ ৯টি ইউনিট কাজ করছে।  

কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।  

এমজে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।