ঢাকা, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ফিরে দেখা: ইলিয়াস আলীর গুম, ঐতিহ্যে আগুন

সাবিবর আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৩
ফিরে দেখা: ইলিয়াস আলীর গুম, ঐতিহ্যে আগুন

সিলেট: গেল বছর সিলেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিএনপির সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলীর গুম হওয়া। এ নিয়ে উন্মাতাল হয়ে ওঠে সিলেটসহ গোটা দেশের রাজনৈতিক অঙ্গন।

এছাড়া শিবির তাড়াতে ছাত্রলীগের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় শত বছরের ঐতিহ্য এমসি কলেজ ছাত্রবাস, এটাও ছিল আলোচনায়। চলে যান লোকসংগীতের মুকুটহীন সুরসম্রাট বিদিতি লাল দাস। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আওয়ামী লীগ নেতা ইফতেখার শামীম।

সংকট সমস্যা ও অস্থিরতার পরেও জেগে ওঠে কিছু সম্ভাবনা। সিলেটে দেশের প্রথম সোয়াম্প ফরেস্ট আবিষ্কার হয়। কৈলাশটিলা পাওয়া যায় নতুন গ্যাস স্তরের সন্ধান । সিলেট-ঢাকা রুটে যাত্রা শুরু হয় ‘কালনী এক্সপ্রেস’ নামের নতুন ট্রেন। ২৪ মার্চ প্রধানমন্ত্রী দেশের বৃহৎ সার কারখানা শাহজালাল ফারটিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম সীমান্ত সম্মেলন কেন্দ্র।

ইলিয়াস-আনসার ও দিনার-জুনেদ নিখোঁজ
১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সঙ্গে নিখোঁজ হন তার গাড়িচালক আনসার আলীও। সিলেটের রাজনীতিক ব্যক্তির গুম হওয়ার ঘটনা এটিই প্রথম। তার নিখোঁজের পরদিন থেকে সিলেটে ৬ দিন এবং এরপর সারাদেশে ৫ দিন হরতাল পালিত হয়।

সারাদেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথে ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপি-জনতা ত্রিমুখি লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত মারা যান যুবদলের নেতা মনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা সেলিম আহমদ ও রিকশাচালক বিএনপি সমর্থক জাকির হোসেন। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
 
এই ইস্যুতে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করতে হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের। তবে বছর পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর।

ইলিয়াস আলী নিখোঁজের ১৫ দিন আগে ঢাকায় একটি মামলায় জামিন নিতে গিয়ে নিখোঁজ হন ছাত্রদলের সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইফতেখার হোসেন দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদ। তারাও ঢাকায় একটি মামলার জামিন নিতে গিয়ে নিখোঁজ হন।

এমসি ছাত্রবাসে ছাত্রলীগের আগুন
ইলিয়াস ইস্যুর পরই সিলেটের সবচেয়ে বেশি আলোচনা ও নিন্দার ঝড় উঠেছিল এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর ঘটনায়। ২০১২ সালের ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রশিবির তাড়াতে গিয়ে ছাত্রলীগ আগুন ধরিয়ে দেয় ছাত্রবাসে। একে একে পুড়ে যায় শত বছরের পুরনো ছাত্রাবাসের চারটি বøক।

উপমহাদেশের অন্যতম স্থাপত্যশৈলীতে তৈরি এই ছাত্রাবাস ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে প্রস্তাবের অপেক্ষায় ছিল বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। চারটি ছাত্রবাসের শতাধিক কক্ষ পুড়ে গিয়ে শুধু বাকি থাকে হিন্দু ছাত্রদের ‘শহীদ শ্রীকান্ত বøক’।

এ ঘটনায় কলেজ প্রশাসন ও জেলা প্রশাসনের গঠিত তদন্ত প্রতিবেদনে ‘বহিরাগত ছাত্রলীগ’কে দায়ী করা হয়।
 
পুড়ে যাওয়া ছাত্রাবাস দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন ছাত্রাবাসের সাবেক ছাত্র শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও এমসি কলেজের সাবেক ছাত্র অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তারা যে কোনো মূল্যে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। তবে আজ অবধি জড়িতদের বিররুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবশ্য তাঁর প্রতিশ্রæতি অনুযায়ী পুড়ে যাওয়া ছাত্রাবাস পুনর্নির্মাণ ও সংস্কার কজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।

ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনাকে সিলেটে ইতিহাসে জঘন্যতম ঘটনা উল্লেখ করে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারও এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।

মূলত সিলেট সরকারি কলেজের ছাত্রাবাস পুড়ানোর মধ্য দিয়ে ছাত্রবাস পুড়িয়ে দেওয়ার রাজনীতির চালু হয় সিলেটে। ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন লাগায় সরকারি কলেজ ছাত্রাবাসে। এরপর ১০ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের জের ধরে তিনটি হলে আগুন লাগিয়ে দিয়েছিল বহিরাগত ছাত্রলীগ।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু আর কৃতি ব্যক্তিদের প্রস্থান
২০১২ সালে সবচেয়ে বেশি সড়ক দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।   সিলেট জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমসহ অনেককেই। ১১ মে ঢাকা সিলেট মহা সড়কের ওসমানীনগরে গ্রিন লাইনের একটি বাস অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ইফতেখার শামীমসহ বাসের ৮ যাত্রী। এ বছরই একই পরিবারের ১০ জনসহ ১৩ জন যাত্রী মারা যান। সিলেট-ঢাকা মহাসড়কেই ২০১২ সালে শতাধিক ব্যক্তি নিহত হন।

১৮ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই শিক্ষার্থী এমএজি ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের (নতুন) মঈনুদ্দীন ও চতুর্থ বর্ষের শহীদুল। সঙ্গে আহত হন ১৫ জন মেডিকেল ছাত্রসহ ২০ জন।

২০১২ সালের শুরুতেই ১৩ জানুয়ারী সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. এস এম আব্দুল খালেক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতুররণ করেন। ২৩ মে  সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক-এর উপ-সম্পাদক, বিশিষ্ট লেখক-গবেষক, সরকার শাহাবুদ্দীন আহমদ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান।

৭ সেপ্টেম্বর মারা যান লোকসংগীতের অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা সিলেটের বিদিত লাল দাস। ২৩ সেপ্টেম্বর সিলেটের মরমী সাধক, গীতিকার ও সুরকার বাউল কফিল উদ্দিন সরকারের প্রয়াণ ঘটে। ২৫ অক্টোবর জীবনের সাত দশকে পৌঁছে সিলেটে বিয়ানীবাজারের কৃতিসন্তান লোকগীতির জীবন্ত কিংবদন্তি ও মরমী বাউল সাধক শেখ ওয়াহিদুর রহমান পাড়ি জমান পারাপারে।

আলোচিত হত্যাকাণ্ড
২০১২ সালে সব চেয়ে বেশি দাগ কেটেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সিদ্দিকীর ছেলে প্রকৌশলী মেহরান সিদ্দিকী সজিব হত্যাকাণ্ড। বছরের শেষের দিকে গত ৯ ডিসেম্বর নগরীর খরাদিপাড়ায়  নিজ বাসায় সামনে খুন হন সজিব। অভিযোগ রয়েছে, ছাত্রদলের জামান গ্রæপের কর্মী সজিবের ভাইয়ের বিরোধের জের ধরে ভাইয়ের সহপাঠিরা সজিবকে খুন করে। এ হত্যাকাণ্ডের পর পুলিশ এখনও খুনিদের গ্রেফতার করতে পারেনি। খুনিদের গ্রেফতারের দাবিতে রাজনৈতিক নেতারা সম্মিলিত আন্দোলন অব্যাহত রেখেছেন।

অন্যদিকে, ৯ জুন মাত্র একটি ল্যাপটপের জন্য খাদিম পাড়ায় দিন দুপুরে আমিনা বেগম ও সাদিয়া নামের নানী নাতনী খুন হন নিকটাত্মীয়ের হাতে। ৫ এপ্রিল দিনে উপশহরের নিজ প্রতিষ্ঠানে খুন হন আইনজীবী মোদ্দাব্বির হোসেন।

প্রধানমন্ত্রীর সিলেট সফর
২০১২ সালের ২৩ মার্চ প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সিলেট সফর করে উদ্বোধন করে যান বিভিন্ন স্থাপনা । এর মাঝে  ফেঞ্চগঞ্জ সারকারখানা, কুমারগাঁওয়ে বিদ্যুৎ কেন্দ্র, সিলেট শিক্ষা বোর্ডের ভবন, সিটি কর্পোরেশনের ভবণসহ গুরুত্বতপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে প্রথম জলের বন রাতারগুল
আমাজনসহ পৃথিবীর অনেক এলাকায়ই দেখে পাওয়া যায় সোয়াম্প ফরেস্ট বা জলের বন। ২০১২ সালের শেষের দিকে প্রথম সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলে জলারবন পরিচিত হয়ে উঠে সকলের কাছে। গোটা বনের আয়তন তিন হাজার ৩২৫ দশমিক ৬১ একর। এর মধ্যে ৫০৪ একর বন ১৯৭৩ সালে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। মূলত প্রাকৃতিক বন হলেও বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের পানি সহিষ্ণু গাছ লাগিয়েছে বন বিভাগ। ২০১২ সালে এটি জলার বন হিসেবে খ্যাতি পায়।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১২
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।