ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীর আ.লীগ নেতা আফসার আলী আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
নীলফামারীর আ.লীগ নেতা আফসার আলী আর নেই আফসার আলী আহমেদ

নীলফামারী: বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান আওয়ামী লীগ নেতা আফসার আলী আহমেদ (৯৭) আর নেই।

সোমবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার পারিবারিক সূত্র জানায়, আফসার আলী আহমেদ ১৯৭০ সালে মেম্বর অব ন্যাশনাল এ্যাসেম্বলি (এমএনএ), ১৯৭২ সালে এমসিএ ও ১৯৭৩ সালে সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘ ৩৪ বছর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি নীলফামারী শহরের শাহীপাড়ায় স্থায়ীভাবে বসবাস করলেও তার গ্রামের বাড়ি ছিলো জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম গ্রামে। আওয়ামী লীগ নেতা আফসার আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সোনালী ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা বিপ্লব আহমেদ।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।