দিনাজপুর: দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙা হঠাৎপাড়া এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ জাকির হোসেন নয়ন (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
দিনাজপুর র্যাব-১৩ এর অধিনায়ক (সিও) মেজর মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপান সংবাদের ভিত্তিতে দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙা হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করে র্যাব সদস্যরা। পরে নয়নের শরীর তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি বিদেশি রিভলবার ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এএটি/এসএইচ