ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

জীবননগরে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
জীবননগরে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকার শাড়ি, থ্রি-পিস ও শার্টের থান কাপড় আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-৬ সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান ব্যাটালিয়ন প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।



সংবাদ সম্মেলনের বলা হয়, ভারত থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক নিয়ে ‍আসা হচ্ছে এমন খবরে সকাল ৬টার দিকে বিজিবির একটি দল জীবননগরের হাসাদহের রাস্তায় অবস্থান নেয়। এ সময় ওই ট্রাকের গতিরোধ করলে ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার। পরে ট্রাকে তল্লাশি করে ভারতীয় পোশাকগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালসহ ট্রাকটি চুয়াডাঙ্গার দর্শনা কাস্টমসে জমা দেওয়া হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।