ঢাকা: বৈষম্য দূর করে ৩৩তম বিসিএস’র সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন ও শূন্যপদে নিয়োগের দাবি জানিয়েছেন ক্যাডার বঞ্চিত প্রার্থীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর ) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩৪তম বিসিএস শূন্য পদে মেধাবীদের মূল্যায়ন মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশের দাবিতে ক্যাডার বঞ্চিতরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
সকাল ১০টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত।
৩৪তম বিসিএসে বৈষম্য ও ৩৩তম বিসিএসের সঙ্গে তুলনা করে সমন্বয়কারী নূর ইসলাম নূর বলেন, ৩৩তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য ১৫ হাজার ৯৯১ জন প্রার্থীর মধ্যে ৮ হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
তিনি জানান, ওই সময় প্রায় ৫৪ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদে সুপারিশ করা হয়। কিন্তু ৩৪তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ৮ হাজার ৭৬৩ জন প্রার্থীর মধ্যে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে পিএসসি সুপারিশ করেছে। অর্থাৎ ২৫ শতাংশ প্রার্থীকে ক্যাডার পদ দেওয়া হয়েছে। আর ৭৫ শতাংশ কৃতকার্য প্রার্থীকে বঞ্চিত করা হয়েছে।
অবস্থান কর্মসূচী থেকে জানান হয়, রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং পিএসসি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া সমন্বিতভাবে হাইকোর্টে দ্বিতীয় রিটের জন্য পিএসসিতে আবেদনপত্র জমা দেওয়া হবে।
চলতি সপ্তাহে পিএসসির সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্তও নিয়েছেন ক্যাডার বঞ্চিত প্রার্থীরা। পরবর্তীতে পিএসসি কোনো সিদ্ধান্তে না পৌঁছালে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে জানান সমন্বয়ক নূর ইসলাম নূর।
৩৪তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণদের (নন-ক্যাডার) দাবিগুলো হলো- ৩৪তম বিসিএস’র ০৭-০২-২০১৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিভিন্ন ক্যাডার পদে ৪০৪টি শূন্য পদে উর্ত্তীণ প্রার্থীদের দ্বারা পূরণ করা। ৩৩তম বিসিএস’র ন্যায় ৩৪তম বিসিএস এর ফলাফল প্রকাশ করা। ৩৪তম বিসিএসে ৭৫ শতাংশ প্রার্থী ক্যাডার পদ বঞ্চিত হয়েছেন বিধায় ৩৩তম বিসিএস’র সঙ্গে সামঞ্জস্য রেখে ৩৪তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়ন করা। ৩৪তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল মেধাকোটা ও প্রাদিকারকোটা আলাদা করে প্রকাশ করতে হবে। ভবিষ্যতে নন-ক্যাডার পদে নিয়োগের সময় স্বচ্ছতা নিশ্চিত করে প্রার্থীদের মেধাক্রমানুসারে তালিকা কমিশন কর্তৃক সুপারিশের উদ্যোগ গ্রহণ করা।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা সেপ্টেম্বর ১২, ২০১৫
এফবি/জেডএস