ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শোকের দিবসের বিলবোর্ড-ব্যানার সরিয়ে নেওয়ার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
শোকের দিবসের বিলবোর্ড-ব্যানার সরিয়ে নেওয়ার আহ্বান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: শোকের ৪০ দিনের কর্মসূচি শেষ হয়েছে, তাই সারাদেশের সড়ক, মহাসড়কের পাশের বিলবোর্ড, ব্যানার দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহীদনগর ও জিংলাতলী সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, রাজশাহীতে কোনো বিলবোর্ড-ব্যানার নেই। ঢাকা সিটিতে অপসারণের কাজ শুরু করেছে দুই মেয়র। চট্টগ্রামেও শুরু হয়েছে। রাজশাহী সারা দেশের জন্য অনুকরণীয় হতে পারে। রাজশাহী পারলে সারা দেশ পারবেনা কেন। এসব ব্যানার-বিলবোর্ড ঝুঁকিপূর্ণ। এগুলো সড়কের সৌন্দর্য নষ্ট করছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।