ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় শেখ কামাল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নেকমরদ এলাকার নয়া মার্কেটের সামনে নেকমরদ-কাতিহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কামাল ওই উপজেলার কুমারগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকায় মহিষ বোঝাই একটি ভটভটির চাকা খুলে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী কামাল। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনার পর পর ভটভটি ফেলে এর চালক পালিয়েছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআই