কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব মহাসড়কের পাশে ফোরলেনের পাশাপাশি ধীর গতির যানবাহনের জন্য বাইলেন করা হবে। এরইমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাইলেনের কাজ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহীদনগর ও জিংলাতলী সেতু উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ হওয়ায় জনগণ স্বস্তি পাচ্ছে। যার ফলে দেশের ২২টি মহাসড়কে দুর্ঘটনা সহনীয় পর্যায়ে এসেছে।
ঈদের পরে মহাসড়কের চারলেনের কাজে গতি আসবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বৃষ্টি শেষ হলে অক্টোবর মাস থেকে পুরোদমে কাজ চলবে। ডিসেম্বরের মধ্যে মহাসড়কে চারলেনের সুবিধা পাবে সবাই।
তিনি আরও বলেন, বর্ষাকালে মহাসড়কের কাজে ধীরগতি ছিল। আর এবার গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। যার ফলে কিছু রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঈদে মহাসড়কে যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজটমুক্ত ঈদ করার জন্য এবার বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে। আশাকরি ঈদে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে।
কোরবানির পশুর হাট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের ২০০ গজের মধ্যে যাতে কোনো পশুর হাট না বসে সেজন্য আমরা সর্তক রয়েছি।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসএইচ