কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া থেকে এগুলো উদ্ধার করা হয়।
টেকনাফস্থ বিজিবি-৪২ এর অধিনায়ক আবুজার আল জাহিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর এলাকার চৌধুরীপাড়া থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএটি/এসএইচ