ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রক্ত পরীক্ষা করতে এসে ২৪ হাজার নগদ টাকাসহ মোবাইল ফোন খোয়া গেছে আকিলা চন্দ্র দাস (৫০) নামে এক রোগীর। তিনি রাজধানীর পূর্ব জুরাইনের ঋষিপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢামেকের নতুন ভবনের দ্বিতীয় তলায় ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোগীর স্ত্রী শর্মিলা দাস বাংলানিউজকে বলেন, আমার অসুস্থ স্বামীকে নিয়ে ঢামেকের বহির্বিভাগে আসি। সেখান থেকে রক্ত পরীক্ষার জন্য আমাদের নতুন ভবনের দ্বিতীয় তলায় পাঠানো হয়। রক্ত পরীক্ষার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার সময় আমার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন চুরি হয়ে যায়।
ক্রন্দনরত অবস্থায় শর্মিলা জানান, টাকা ধার করে মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। এই টাকা দিয়ে সেই ধার পরিশোধ করতে চেয়েছিলেন।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এজেডএস/ইইউডি/এসইউ