ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

আদিবাসীদের হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আদিবাসীদের হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী: সারাদেশে আদিবাসীদের হত্যা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সাহেববাজার জিরো পয়েন্টে বেলা ১১টা থেকে ঘণ্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যাকোব এক্কা।

সঞ্চালনা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বিশুরাম মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেমন্ত মাহাতো, সহ সাধারণ সম্পাদক দিপক মাহাতো, সাংগঠনিক সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিমল মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক অজিত মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমটির নারী বিষয়ক সম্পাদক সুমিতা রবিদাস, সাংস্কৃতিক সম্পাদক সাবিত্রি হেমব্রম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশে বক্তার বলেন, গত ৩০ আগস্ট নাটোরের সিংড়া উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন।

২৮ আগস্ট রাতে নাটোর সদর উপজেলার মামুদপাড়া মাঠে মিন্টু তেলী (২২) নামের এক আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

এছাড়া অশুভ শক্তি তাড়ানোর নাম করে ফুলমনি (৬০) নামের এক আদিবাসী নারীকে পিটিয়ে ও পা দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। এমন অসংখ্য ঘটনা সমাজে ঘটে চলেছে।

বক্তারা বলেন, আদিবাসী সমাজের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আদিবাসীদের ভূমি দখলকে কেন্দ্র করেই নির্যাতন ও হামলা হচ্ছে। তাই মানববন্ধন কর্মসূচি থেকে আদিবাসীদের সার্বিক নিরাপত্তা দাবি জানানো হয়। এছাড়া বিভিন্ন ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।