বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বেনাপোলের পুটখালী ও বড়আঁচড়া সড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক হয়।
আটকরা হলেন- খুলনা সদরের ৫নং গ্রিনল্যান্ড এলাকার বাবুর মেয়ে সনিয়া ইসলাম (১৮) ও রমজান (৯), পাইকগাছা গোলবানিয়া গ্রামের খগেন সরদারের ছেলে সুবাস সরদার (৫৮), সুবাস সরদারের স্ত্রী শেফালী সরদার (৪৫), বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামের শাহাজাহান ইজারাদারের ছেলে সোহেল ইজারাদার (১৪), হাজারুদ্দীনের ছেলে শেখ কাওছার (৪৫), মাগুরার কেষ্টপুর এলাকার রবীন্দ্রনাথের স্ত্রী রিয়া রানী (৬০), বরিশালের সুজন মণ্ডলের মেয়ে সাথী (১১), দীপিকা (৩) ও ছেলে সুব্রত মণ্ডল (১২)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের পুটখালী ও বড়আঁচড়া সড়কে সকালে পৃথক অভিযান চালানো হয়। অভিযানকালে ১০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমজেড