ঢাকা: বিচারাঙ্গণ থেকে টাউট বাটপার উচ্ছেদ করতেই আইনজীবী সহকারীদের স্বীকৃতি দরকার। আর যেকোনো যুক্তিসঙ্গত অধিকার দিতে শেখ হাসিনার সরকার প্রস্তুত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতির ৪র্থ মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনজীবী সহকারীদের স্বীকৃতির বিষয়ে আইনমন্ত্রী বলেন, আলাপ-আলোচনা করে জাতীয় সংসদে দ্রুত আইন প্রণয়নের পদক্ষেপ নেওয়া হবে।
আনিসুল হক আরো বলেন, মামলা পরিচালনা করতে আইনজীবীরা যে ফি পান তার একটি অংশ সহকারীদের দেওয়া উচিত। এতে তাদের কাজে আগ্রহ বাড়বে।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. নুর মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, আবদুল বাসেত মজুমদার,ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ।
আইনজীবী সহকারীদের স্বীকৃতি দিলে আইন অঙ্গণ দুর্নীতিমুক্ত হবে উল্লেখ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার কোনো ফরামায়েশি বিচার ও তদন্তে বিশ্বাস করে না। বিচার না করার সংস্কৃতি থেকে বের হতে মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এর ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীদের বিচার চলেছ। দশ ট্রাক অস্ত্র মামলার বিচার শেষ হয়েছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ইএস/এএসআর