কুমিল্লা: ঈদে ঘরমুখো যাত্রীদে সেবা নিশ্চত করতে এবং নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে রেলওয়েতে কর্মরত সব গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার লতিফুন্নেসা ডিগ্রি কলেজের নবীণ-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
রেলপথ বলেন, ঈদের আগে ও পরে ৫দিন করে রেলের অগ্রিম টিকিট বিক্রি হবে। এছাড়া ঈদের আগে ও পরে তিন দিন করে বিশেষ ট্রেন চলবে। ঈদে যাত্রীদের কোনো সমস্যা হবে না।
তাছাড়া রেলের কর্মকর্তা ও রেলওয়ের পুলিশের সমন্বয়ে টিম করা হয়েছে। যেখানে অজ্ঞানপার্টির খবর পাওয়া যাবে , সেখানেই ওই টিম পৌঁছে যাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসএইচ