গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাঙালি নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজেক জানান, দুপুরে সিংজানি এলাকায় বাঙালি নদীতে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মৃতের গায়ে কোনো কাপড় ছিল না। পরনে ছিল ফুল প্যান্ট। মৃতদেহটি ৩-৪ দিনের আগের বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পিসি/